ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর পরিচিত মুখ ছিলেন সঞ্চালক মিনি মাথুর। শোয়ের প্রথম তিনটি সিজনে সঞ্চালনা করলেও চতুর্থ মৌসুম থেকে হঠাৎ করেই তাকে দেখা যায়নি। বহুদিন পর সেই অনুপস্থিতির আসল কারণ সামনে এনেছেন এই জনপ্রিয় সঞ্চালিকা।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিনি মাথুর জানান, চতুর্থ সিজনে তাকে বাদ দেওয়ার কারণ ছিল তার গর্ভাবস্থা। তিনি বলেন, “আমি গর্ভবতী ছিলাম বলেই আমাকে সরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানালো, ভারতীয় দর্শক নাকি গর্ভবতী হোস্ট দেখতে চায় না!”

আন্তর্জাতিক রিয়্যালিটি শোগুলোর উদাহরণ টেনে মিনি বলেন, “বিদেশে গর্ভবতী হোস্টরা নিয়মিত কাজ করেন। কিন্তু আমাদের দেশে এমন মানসিকতা এখনো রয়ে গেছে, যা একজন হবু মায়ের পেশাগত সক্ষমতাকেই অস্বীকার করে।”

শুধু এই ঘটনা নয়, ইন্ডিয়ান আইডলের ভেতরের অনেক অপ্রকাশিত দিকও সামনে এনেছেন তিনি। তার দাবি, প্রথম তিনটি সিজন ছিল সম্পূর্ণ বাস্তব। সেখানে প্রতিযোগীদের গান, আবেগ—সবই ছিল খাঁটি। কিন্তু চতুর্থ সিজন থেকে শুরু হয় “নকল আবেগ দেখানোর খেলা”।

তিনি বলেন, “একটি এপিসোডে আমাকে বলা হয়েছিল, এমন আবেগঘন পরিবেশ তৈরি করতে হবে যাতে দর্শকের চোখে জল আসে। তখনই আমি বুঝে যাই—এটা আমার জায়গা নয়। আমি অভিনেত্রী নই, আমি সত্যিকারের হোস্ট হতে চেয়েছি।”

মিনির এই সাহসী বক্তব্যের পর রিয়্যালিটি শোগুলোর প্রকৃত স্বরূপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। যারা এতদিন এসব শো-কে নিখাদ আবেগ ও প্রতিযোগিতার জায়গা বলে ভেবেছেন, তাদের কাছে মিনির এই উন্মোচন নিঃসন্দেহে হতাশাজনক।

Share.
Leave A Reply

Exit mobile version