তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের প্রেমিক চরিত্রে পর্দা কাঁপিয়েছেন সলমন খান। একের পর এক রোম্যান্টিক সিনেমা, কিন্তু নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্যে নেই সলমন! কারণ, নিজের কেরিয়ারের শুরু থেকেই তিনি মেনে চলছেন এক অদ্ভুত নিয়ম— ‘নো কিসিং পলিসি’।
বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত তারকা, প্রায় ৫৯ বছর বয়সী সলমনের প্রেমজীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্যা রাই, সোমি আলি এবং ক্যাটরিনা কাইফ— একাধিক নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। তবে আজও সংসার বাঁধেননি এই সুপারস্টার।
নায়কের চরিত্রে তিনি যতই সাবলীল, প্রেমিকা চরিত্রের সঙ্গে চুম্বন দৃশ্যে তিনি বরাবরই অনীহ। এখনও পর্যন্ত একমাত্র ব্যতিক্রম, ১৯৯৬ সালের ‘জিত’ ছবিতে করিশ্মা কাপুরের সঙ্গে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো দৃশ্য। সেটাই ছিল সলমনের প্রথম এবং শেষ পর্দার চুম্বন। এরপর বহু ছবিতে করিশ্মার সঙ্গে অভিনয় করলেও, আর কখনো এই সীমা পেরোননি তিনি।
২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য রাখতে চেয়েছিলেন পরিচালক আলি আব্বাস জাফর। কিন্তু সলমন স্পষ্ট জানিয়ে দেন, তিনি সেই দৃশ্যে অভিনয় করবেন না।
এই বিষয়টি নিয়ে এক কমেডি শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন সলমন ও তাঁর ভাই আরবাজ খান। মজা করেই আরবাজ বলেন, “আসলে ক্যামেরার পেছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!” এই মন্তব্যে সলমনের গালেই দেখা যায় লাজুক হাসির ছোঁয়া।
সলমনের এই সিদ্ধান্ত ব্যক্তিগত নীতিমালার অংশ। বহু পরিচালক চাইলেও তিনি কখনো এই নিয়ম ভাঙেননি, যা তাঁকে বলিউডে আলাদা একটি অবস্থান দিয়েছে।
পলিটিক্স/মি