বিনোদন প্রতিবেদক

বিজয় বর্মার সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখ কি সত্যিই প্রেম করছেন? এ প্রশ্নই গত কয়েক মাস ধরে ঘুরপাক খাচ্ছিল বলিউডের অন্দরে। গোপন ডেটিং, একসঙ্গে ঘোরাফেরা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়ার সূত্র ধরে গুঞ্জন ডালপালা মেলেছিল। অবশেষে সেই জল্পনায় ইতি টানলেন ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেত্রী নিজেই।

সম্প্রতি নতুন ছবি ‘আপ জয়সা কোই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ফাতিমাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি বিজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন? উত্তরে অভিনেত্রী সোজাসাপ্টা বলেন, “আমি এখন একাই আছি। কোনো সম্পর্কে জড়াইনি।”

সফল সম্পর্ক মানে কী? ব্যাখ্যা দিলেন ফাতিমা

সাক্ষাৎকারে ফাতিমা জানান, “সুস্থ সম্পর্ক মানে যেখানে দু’জন মানুষ একে অপরকে সম্মান করে, মতামত শোনে, একসঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। সম্পর্কে থাকা মানেই নিজেকে হারিয়ে ফেলা নয়।” তার মতে, এমন সম্পর্কই টেকে এবং সেটিই হওয়া উচিত সম্পর্কের মূলভিত্তি।

বাস্তবে কি খুঁজে পেয়েছেন এমন কাউকে?

এই প্রশ্নে হেসে ফেলেন ফাতিমা। এরপর বলেন, “তেমন মনের মতো কাউকে খুঁজে পাওয়া বেশ কঠিন। অন্তত আমার জীবনে এখন কেউ নেই।” একটু রসিকতা করে আরও যোগ করেন, “ভালো ছেলেরা কেবল সিনেমাতেই থাকে! বাস্তবে তো নেই বললেই চলে। আচ্ছে লড়কে হ্যায় হি নাই ইয়ার… মেরি লাইফ মে কোই ভি নহি হ্যায়।”

বলিপাড়ায় গুঞ্জনের ইতি?

ফাতিমার এই মন্তব্যে অনেকেই মনে করছেন, বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আপাতত দাঁড়ি টানা যেতে পারে। যদিও বলিউডে সম্পর্কের গুঞ্জন যেমন দ্রুত ছড়ায়, তেমনি সত্য-মিথ্যার সীমারেখা মুছে যায় সময়ের সঙ্গে।

তবে এ মুহূর্তে স্পষ্টভাবে বলা যায়, ফাতিমা এখন সিঙ্গেল এবং কেরিয়ারেই তার মূল মনোযোগ।

Share.
Leave A Reply

Exit mobile version