ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি বর্তমানে মানসিকভাবে ভালো নেই। রোববার (২৯ জুন) তিনি জানান, তার কাজিন আবু শাহেদ রাসেল মারা গেছেন। তবে মাহির ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু নয়—রাসেলকে হত্যা করা হয়েছে। এই অভিযোগের পেছনে তিনি বেশ কিছু কারণও তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে যথাযথ চিকিৎসা না পাওয়া।

নিজের ফেসবুকে মাহি লিখেছেন, আমি গভীর শোকের সাথে জানাচ্ছি, আমার কাজিন ছোট ভাই, যে আমাদের সাথে বাসায় থাকত একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। একটি নোয়া গাড়ি দু-তিন বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়, গাড়িটি পানিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙে পানির নিচ থেকে তোলে, কিন্তু এরপর যা ঘটেছে, সেটা আরও ভয়ংকর।

অভিনেত্রী লেখেন, হাসপাতাল ওকে ভর্তি নেয়নি, কারণ ওরা চিন্তা করছিল কোথাকার কে এসেছে, বিল দেবে কি না, পরিবার কারা—এসব হিসাব। একজন মানুষের জীবন তাদের কাছে মূল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে, কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো। যথাযথ চিকিৎসা হয়নি।

প্রশ্ন তুলে সামিরা মাহি বলেন, আমার প্রশ্ন, প্রথমে কী আসা উচিত—একজন মানুষের জীবন, নাকি টাকা-পয়সার হিসাব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না—এ কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে?

সবশেষে লেখেন, এই সমাজ, স্বাস্থ্যব্যবস্থা, মনুষ্যত্ব—সবকিছু আজ প্রশ্নের মুখে। আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারও পরিবারের সাথে এমন হোক। আজকে আমার ভাই, কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।

এদিকে, দেশের গণমাধ্যমকে মাহি জানান, গেল শনিবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার কাজিন আবু শাহেদ রাসেল। ফেনি থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলেন পড়ে প্রাণ হারান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version