পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৬ বছরের পৈশাচিক দমন-পীড়ন এজিদ বাহিনীর নিপীড়নের মতোই নির্মম ও নিষ্ঠুর।”

শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “১০ মহররম মুসলিম ইতিহাসের একটি স্মরণীয় দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাত বরণ করেন।”

তারেক রহমান বলেন, “ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত কেবল ইতিহাস নয়, এটি একটি চেতনার নাম, এক অনন্য আদর্শের প্রতীক। কারবালার এই ত্যাগ যুগে যুগে নিপীড়িতদের প্রতিবাদে শক্তি ও প্রেরণা জুগিয়েছে।”

আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে তিনি বলেন, “গত ১৬ বছরে দেশকে একটি ভয়াবহ ফ্যাসিস্ট শাসনে পরিণত করেছে আওয়ামী সরকার। নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গুম-খুন-নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রকে দখলে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”

তারেক রহমান বলেন, “দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের যেভাবে পৈশাচিক দমন-পীড়ন চালাতে দেখা গেছে, তা ইতিহাসের এজিদ বাহিনীর নিষ্ঠুরতাকেই স্মরণ করিয়ে দেয়।”

বিএনপির এই শীর্ষ নেতা আশুরার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে বলেন, “ন্যায়, ইনসাফ এবং মানবতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। যেন কোনো নির্মম অত্যাচারীর পুনরুত্থান আর না ঘটে— সেজন্য ইমাম হোসেন (রা.)–এর আত্মত্যাগ আমাদের চিরকালই প্রেরণা জোগাবে।”

Share.
Leave A Reply

Exit mobile version