সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতে ইসলামীর ব্যানার টানিয়ে দলীয় কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একতলা একটি পাকা ভবনে টানানো হয়েছে উল্লাপাড়া পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাইনবোর্ড।

বিষয়টি ঘিরে এলাকায় শুরু হয়েছে বিতর্ক। কারণ, ভবনটির আশপাশেই রয়েছে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের অফিসসহ আরও কয়েকটি সরকারি দপ্তর।

স্থানীয়রা জানান, গত তিন মাস ধরে তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনটি জামায়াত দলীয় কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছে।

নিয়মিত যাতায়াত করছেন দলটির নেতাকর্মীরা। ভবনের দুটি কক্ষ সংস্কার করে ব্যবহার করা হচ্ছে দলীয় অফিস হিসেবে।

এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী বলেন, “ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। স্থানীয় নেতাকর্মীরা ৫ নম্বর ওয়ার্ডের কাজে ব্যবহার করছেন। আশপাশের সরকারি অফিসের লোকজনের সঙ্গে কথা বলেই ভবনটি ব্যবহার করছি।”

তিনি আরও বলেন, “সরকারি কোনো প্রয়োজনে ভবনটি ছেড়ে দেব। এটা দখল নয়, শুধুই ব্যবহার।”

প্রশাসনের দায় ঝেড়ে ফেলছেন কর্মকর্তারা তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোস্তফা কামাল বলেন, “উল্লাপাড়ায় একসময় আমাদের কার্যালয় ছিল। তবে বর্তমানে সেখানে তুলা উৎপাদন না হওয়ায় অফিসটি অনেক আগে থেকেই বন্ধ।”

তার ভাষ্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী ভবনটির দেখভালের দায়িত্ব এখন উপজেলা প্রশাসনের।

Share.
Leave A Reply

Exit mobile version