ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আসকর আলী (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।

নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের মো. কানু আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আসকর আলী মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩/১ থেকে প্রায় ১০০ গজ ভারতের ভেতরে তারকাটার কাছে যান। সেসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার মরদেহ কাঁটাতারের কাছেই পড়ে আছে।

এ বিষয়ে হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত হয়েছেন এমন খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, বিষয়টি ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন হলেও আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।

Share.
Leave A Reply

Exit mobile version