দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৮ জনের।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৪৯২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ১৫৪ জন বরিশাল বিভাগে, এরপর রয়েছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগ।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের বিভাগভিত্তিক বিবরণ: বরিশাল বিভাগ: ১৫৪ জন

চট্টগ্রাম: ৫১ জন ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৬৯ জন ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি): ৩৬ জন ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি): ৫৩ জন খুলনা: ৫৪ জন রাজশাহী: ৬১ জন ময়মনসিংহ: ১০ জন রংপুর: ৩ জন সিলেট: ১ জন

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৪০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৪ সালের সার্বিক পরিসংখ্যান (৭ জুলাই পর্যন্ত): মোট আক্রান্ত: ১,০১,২১৪ জন মোট মৃত্যু: ৫৭৫ জন ২০২৩ সালের তুলনা: আক্রান্ত: ৩,২১,১৭৯ জন মৃত্যু: ১,৭০৫ জন

চলতি বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, ঘরের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা, এবং মশার বিস্তার রোধে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Share.
Leave A Reply

Exit mobile version