রাষ্ট্র কাঠামোর সংস্কারের লক্ষ্যেই বিএনপি লড়াই করছে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবেই—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, “এ বিষয়ে বিএনপি জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ।”

রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। ‘২০২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচনপূর্ব সহিংসতা মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘স্কুল অব লিডারশিপ (SOL USA)।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে কথা দিয়েছেন, আমরা বিশ্বাস করি, তিনি তা রাখবেন। আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই, এবং সবাই মিলে সে চেষ্টা করে যাব।”

সংলাপে আরও বক্তব্য রাখেন— বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, SOL USA’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এম শরীফুল করীম

সংলাপের কী-নোট উপস্থাপন করেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

Share.
Leave A Reply

Exit mobile version