গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, বরং এটি বাংলাদেশের অংশ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলম লেখেন, গোপালগঞ্জ থেকে একজন ভাই তাকে মেসেজ করে বলেন, “ভাই, অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ বুঝে গেছি—খারাপ সময়ে শেখ হাসিনা আগে নিজের পরিবারকে সেফ জায়গায় পাঠিয়েছেন, পরে নিজেও নিরাপদ স্থানে গেছেন। কিন্তু আমাদের রেখে গেছেন অনিশ্চয়তার মধ্যে। সুবিধা পেয়েছে হাতে গোনা কয়েকজন, কিন্তু কষ্ট পায় সাধারণ মানুষ।
যিনি আমাদের কথা ভাবেননি, আমরা কেন তার হয়ে জীবন বিপন্ন করব? আমরা আর বলদ নই যে তাঁর কথায় বিভ্রান্ত হব, মানুষকে শত্রু বানাব, নিজের জীবন অনিশ্চয়তায় ঠেলে দেব। আপনারা আপনাদের মতো প্রোগ্রাম করুন। চিন্তার কিছু নেই।”

এই পোস্টে সারজিস আলম লেখেন, গোপালগঞ্জের পদযাত্রায় তাদের অঙ্গীকার—তারা এমন বাংলাদেশ গড়তে চান, যেখানে গোপালগঞ্জবাসীর অধিকার নিশ্চিত হবে।

তিনি বলেন, জেলার নাম ব্যবহার করে আর বৈষম্য চলবে না। গণমানুষের ন্যায্য অধিকার আদায়ে এনসিপি মাঠে থাকবে।

সারজিস আলম জোর দিয়ে বলেন, “গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।”

এর আগে ১৬ জুলাই ‘মার্চ টু গোপালগঞ্জ’ শিরোনামে পদযাত্রার ঘোষণা দেন সারজিস আলম।

Share.
Leave A Reply

Exit mobile version