“এসি রুমে বসে রাজনীতি করার সময় শেষ”— এমনই তীব্র ভাষায় গতানুগতিক রাজনীতিবিদদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় হাতিয়ার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের শুভসূচনা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এই বক্তব্য দেন। মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রকল্পের সূচনা হয়।

সভায় হান্নান মাসউদ বলেন, “আমি হাতিয়ায় এসেছি, রাজনীতি করেছি মানুষের জন্য। এখন আর ওছখালী বা এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ নেই। বড় বড় নেতার ঘরে ঢুকে হাত-পা ধরে রাজনীতি করার দিন শেষ। এখন রাজনীতি করতে হবে কাদার মধ্যে নেমে, নদীর কিনারে গরিব মানুষের কাছে গিয়ে।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করব ভূমিহীনদের জন্য, তাদের জমি বুঝিয়ে দেব— কেড়ে নেব না। রাস্তা করে দেব, কিন্তু সেখানে চাঁদা খাব না। মানুষের দুঃখ-দুর্দশার পাশে থাকাই হবে আমাদের রাজনীতি।”

এ সময় এনসিপিকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপকারীদের উদ্দেশে কড়া সুরে বলেন, “আপনারা আমার বাসার সামনে গিয়ে স্লোগান দেন, এনসিপি ভুয়া বলেন। কিন্তু এনসিপিই হাতিয়ার ভূমিহীনদের জমি বুঝিয়ে দিচ্ছে, নদীভাঙন রোধে দিনরাত কাজ করছে, রাস্তাঘাট করে দিচ্ছে।”

স্বীকার করেন, “আমি হয়তো গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারি না। কিন্তু আমি মাঠে আছি। প্রশ্ন হচ্ছে— আপনারা গত ৫০ বছরে হাতিয়ার মানুষের জন্য কী করেছেন?”

সভায় সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিন। উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক, এনসিপির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Share.
Leave A Reply

Exit mobile version