ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঘটে গেল চরম বিশৃঙ্খলা। এতে হামলার শিকার হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। পাশাপাশি ভাঙচুর করা হয় তার গাড়িও।
শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিলের দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ফল প্রকাশের দাবিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা মির্জা ফয়সাল আমিনসহ অন্যান্য নেতাদের প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। তারা স্লোগান দিতে থাকেন—ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না।
অবশেষে রাত ৯টার দিকে মির্জা ফয়সাল ফলাফল ঘোষণা করেন। এরপর তিনি বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে গেলে, আগে থেকে ওঁত পেতে থাকা কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী হঠাৎ তার ওপর চড়াও হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, চেয়ার ছুড়ে মারা হচ্ছে তার দিকে। তিনি দ্রুত গাড়িতে উঠতে চেষ্টা করলেও, হামলাকারীরা গাড়ির ওপরও হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। ফয়সাল আমিনকে রক্ষার চেষ্টা করতে গিয়ে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মীও আহত হন।
গাড়ির মালিক ও ফয়সাল আমিনের সফরসঙ্গী মো. রাশেদ জানান, “আমরা শান্তিপূর্ণভাবে কাউন্সিল শেষ করছিলাম। ফলাফল ঘোষণার পর ভাইয়া যখন গাড়িতে উঠতে যান, তখনই অতর্কিত হামলা হয়। আমার গাড়িটিও ভাঙচুর করেছে তারা।”
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে হামলাকারীরা সরে পড়ে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী সরকার বলেন, “হামলায় কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কারা জড়িত, তা নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। তদন্ত শুরু হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ফলাফল ঘোষণার পর মির্জা ফয়সাল আমিনের গাড়িবহরে হামলা হয়। আমরা হামলাকারীদের শনাক্তে কাজ করছি।”