যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত নয়, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, বিষয়টি ওয়ান-টু-ওয়ান আলোচনার মাধ্যমে ঠিক হবে। এ লক্ষ্যে আগামীকাল ভোরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR)-এর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, “ওখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন। আজ কমার্স টিম যাচ্ছে। আগামীকাল (৮ জুলাই) খুব ভোরে মিটিং। এরপরই পরিষ্কার হবে পরিস্থিতি।”
সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ৬ জুলাইয়ের একটি প্রাথমিক বৈঠকও মোটামুটি ইতিবাচক ছিল।
চিঠি ইস্যু প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “চিঠি প্রেসিডেন্ট দিয়েছেন ঠিক, তবে এটা চূড়ান্ত কিছু নয়। ১৪টি দেশের জন্য একসাথে বলা হয়েছে। আমাদের ক্ষেত্রে ওয়ান-টু-ওয়ান আলোচনা হবে। সেজন্যই USTR-এর সঙ্গে কথা হচ্ছে।”
ভিয়েতনাম ২৬% ছাড় পেলেও বাংলাদেশ মাত্র ২% ছাড় পেয়েছে কেন—এমন প্রশ্নে তিনি বলেন, “ভিয়েতনামের ট্রেড ডেফিসিট অনেক বেশি (১২৫ বিলিয়ন ডলার), আমাদের মাত্র ৫ বিলিয়ন। তাই ছাড়ের যৌক্তিকতা সীমিত। তবে আমরা চেষ্টা করছি যুক্তি তুলে ধরতে।”
চীনকে আলাদাভাবে বিবেচনা করা হলেও, ১৪টি দেশকে এক কাঠামোয় ফেলা হয়েছে বলে জানান তিনি। আলোচনার মাধ্যমে সুবিধাজনক অবস্থানে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
রাজস্ব আয়ের প্রশ্নে তিনি বলেন, “এই বছর কালেকশন মোটামুটি হয়েছে। সিস্টেম পরিবর্তন করে ট্যাক্স ফাঁকি রোধ করা গেলে রাজস্ব আরও বাড়বে। আমাদের ট্যাক্স ক্যাপাসিটি আছে, কিন্তু তা এখনো পূর্ণভাবে ব্যবহার করা হয়নি।”
পলিটিক্স/মি