২০২৪-২৫ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত প্রবাসীরা মোট ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যার টাকায় পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৯৭৮ কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৫৫ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে ৩৬ কোটি ১২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৭০ হাজার ডলার।

এদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুনের ২৮ তারিখ পর্যন্ত প্রবাসীরা মোট ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি এবং দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এর আগে, দেশে সর্বোচ্চ প্রবাসী আয় ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার এসেছিল ২০২০-২১ অর্থবছরে। 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার (দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ), এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। 

Share.
Leave A Reply

Exit mobile version