জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান ও যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির ভেন্যু পরিদর্শনে এসে তিনি বলেন, “আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই-আগস্টেই তাদের প্রাপ্য সম্মান দিতে হবে।”

তিনি জানান, ১ জুলাই থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করা হবে। এতে শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানানো হবে। ঐদিন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় সভা অনুষ্ঠিত হবে, যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

রিজভী বলেন, “যাদের সন্তানেরা গণতন্ত্র ফেরাতে প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমাদের নেতৃত্ব সারাদেশে মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে। অনুষ্ঠান যেন সার্থক হয়, সে জন্য আমরা আজ ভেন্যু পরিদর্শনে এসেছি।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব জাতির অর্জনের অংশ। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ নিরাপদে বাঁচবে। এখন দেশে অর্থনৈতিক, সামাজিক সংকট চলছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সুষ্ঠু ও সময়োপযোগী নির্বাচনের প্রয়োজন। আমরা আশা করি, নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে।”

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, “জুলাই বিপ্লবকে স্মরণীয় রাখতে মাসব্যাপী কর্মসূচি নিয়েছি। খুব শিগগিরই শেখ হাসিনার বিচার কাজ দৃশ্যমান হবে— এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে জনগণের দল হিসেবে বিএনপি জয়ী হবে এবং জনগণের প্রতিনিধিত্ব করবে। শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে একটি কমিশনের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব ও উপদেষ্টা মাহদী আমিন।

Share.
Leave A Reply

Exit mobile version