জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামী মঙ্গলবার (১ জুলাই) বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ওইদিন বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের বৈঠকে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার কার্যালয়ে ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপী এক আলোচনা সভা হয়। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

এই সভা থেকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে-

১. এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা।
২. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইস্যু করা কর্মকর্তাদের দুটি সাম্প্রতিক বদলির আদেশ পুনর্বিবেচনা করা।
৩. আগামী ১ জুলাই বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সঙ্গে গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা হবে।

অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সরকার প্রত্যাশা করে যে আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য সভায় আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ এর প্রয়োজনীয় সংশোধন সম্ভব হবে।
মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করতে অনুরোধ করা হলো। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ দপ্তরে অবস্থান করে সব কার্যক্রমে মনোনিবেশ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো।

Share.
Leave A Reply

Exit mobile version