বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তারই বাল্যবন্ধু সিফাতুর রহমান সৈকত
থানা সূত্রে জানা গেছে, এই অভিযোগ এখনও জিডি হিসেবে গ্রহণ করা হয়নি, তবে বিষয়টি প্রাথমিক তদন্তাধীন। অভিযোগে বলা হয়েছে, কথাকাটাকাটির একপর্যায়ে তাসকিন সৈকতকে কিল-ঘুষি মারেন।
মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন, “তারা একে অপরের পরিচিত। অভিযোগে সরাসরি মারধরের কথা না থাকলেও শারীরিক আঘাতের ইঙ্গিত রয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিষয়ে তাসকিন বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “সকালে বিষয়টি দেখেছি। আমাদের সভাপতি ও ক্রিকেট অপারেশন্স প্রধান বিষয়টি খতিয়ে দেখছেন। এটা যদি সত্যি হয়, খুবই দুঃখজনক। আইকন প্লেয়ারদের এমন ঘটনায় জড়ানো উচিত নয়।”
তিনি আরও যোগ করেন, “ঘটনার সত্যতা যাচাইয়ের আগে এ নিয়ে আর মন্তব্য করতে চাই না।”
পুলিশ জানিয়েছে, অভিযোগকারী সৈকত পুনরায় থানায় আসার কথা বলেছেন। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।