আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দেড় লাখ পুলিশ সদস্যকে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফায় একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, “সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটি মিটিং করেছিলেন। আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হলো। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রেস সচিব বলেন, “আর্মি, পুলিশ ও লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো-অর্ডিনেশন লোকাল এবং ন্যাশনাল লেভেলে দ্রুত বাড়ানোর কথা বলা হয়েছে।”
এছাড়াও পুলিশের আইজিপি বৈঠকে জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে মোট দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন উপলক্ষ্যে ট্রেনিং দেওয়া হবে।
তথ্য বিকৃতি ও গুজব নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। শফিকুল আলম বলেন, “নির্বাচন সামনে রেখে অনেক মিসইনফরমেশন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং এটি আরও বাড়তে পারে। এ কারণে একটি জাতীয় তথ্য কেন্দ্র (ন্যাশনাল ইনফরমেশন সেন্টার) স্থাপনের চিন্তা করা হচ্ছে, যেখানে এসব বিভ্রান্তিকর তথ্যকে চিহ্নিত ও মোকাবিলা করা যাবে।”
বৈঠকে এই কেন্দ্র গঠন নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানান তিনি।