বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দর্শকরা সাধারণত শান্ত, ধীরস্থির এবং মার্জিত এক অভিনেত্রী হিসেবে চেনেন। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওতে উঠে এসেছে তার এক অজানা ও বিস্ময়কর দিক।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি একটি পুরনো সাক্ষাৎকারের, যেখানে দীপিকার পাশে বসে ছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই রণবীর মজার ছলে দীপিকার এক গোপন রাগী মুহূর্তের গল্প ফাঁস করেন। দীপিকা তাকে বারবার থামাতে চাইছিলেন, কিন্তু রণবীর হেসে বলেন—
‘একদিন দীপিকা ফোনে কিছু একটা অর্ডার করছিল। আমি তার সঙ্গে খুনসুটি করছিলাম। এতে দীপিকা এতটাই বিরক্ত হয়ে যায় যে রাগে ফোনটাই ভেঙে ফেলেছিল!’
এই বক্তব্যে পাশে বসে থাকা দীপিকা প্রথমে থামানোর চেষ্টা করলেও পরে হেসে স্বীকার করেন যে, সেদিন রণবীর সত্যিই তাকে বিরক্ত করেছিলেন।
প্রসঙ্গত, দীপিকা ও রণবীরের প্রেম এক সময় বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি ছিল। কিন্তু নানা টানাপড়েনের কারণে সে সম্পর্ক শেষ হয়।
বর্তমানে রণবীর কাপুর অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন স্বামী রণবীর সিং এবং তাদের একমাত্র কন্যা সন্তানকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই বলিউডপ্রেমীরা একদিকে যেমন দীপিকার অন্যরকম রূপ দেখে অবাক, তেমনি পুরনো দিনের স্মৃতিতে আবারও মেতে উঠেছে ভক্তমহল।