পাকিস্তানের পাঞ্জাবের চাকাল অঞ্চলে বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় ৯ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। রোববার (২৭ জুলাই) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
চাকাল উদ্ধার সংস্থার মুখপাত্র জানান, বাসটি ইসলামাবাদ থেকে লাহোরের উদ্দেশে যাত্রা করেছিল। লাহোর-ইসলামাবাদ মহাসড়কের বালকাসার এলাকায় পৌঁছানোর পর বাসটির একটি চাকা ফেটে যায়।এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে আহত আরেকজন প্রাণ হারান। এ ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন।
নিহতদের মধ্যে চার শিশুও রয়েছেন, যাদের বয়স আট মাস থেকে এক বছর পর্যন্ত। তাদের মধ্যে দুইজন ১৪ বছর বয়সী বোন। সর্বোচ্চ বয়সের নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী একজন।