বিনোদন জগতে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতে এবার নতুন চমক নিয়ে এসেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব—‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। এই প্রথমবারের মতো সৌদি মাটিতে এমন বিশাল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত। আয়োজনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রিয়াদের বিখ্যাত মিডিয়াপাড়া, বুলেভার্ড সিটি।
বিশ্বজুড়ে জনপ্রিয় সব স্ট্যান্ডআপ কমেডিয়ানদের অংশগ্রহণে জমে উঠবে এই উৎসব। ইতোমধ্যে কমেডির রাজা খ্যাত কেভিন হার্ট তার অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। তাকে নিয়ে একটি আন্তর্জাতিক প্রমোশনাল ভিডিওও তৈরি করেছে আয়োজকরা, যা আলাল শেখ নিজেই পোস্টে শেয়ার করেছেন।
প্রচার ভিডিওতে কেভিন হার্টকে নিয়ে বলা হয়— “কমেডির রাজা রিয়াদে নামছেন… কেভিন হার্ট প্রস্তুত পুরো আসর কাঁপাতে, বিশ্বের বৃহত্তম কমেডি উৎসবে।”
এই ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন আরও অনেক বিখ্যাত কমেডিয়ান। এর মধ্যে নিশ্চিত হওয়া তারকাদের মধ্যে রয়েছেন:
সেবাস্টিয়ান ম্যানিসকালকো রাসেল পিটার্স – ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান, যিনি বহুসাংস্কৃতিক কমেডি কনটেন্টের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
বিশ্বের নানা প্রান্ত থেকে ৫০ জনের বেশি তারকা কমেডিয়ান এই মঞ্চে একত্র হবেন। আন্তর্জাতিক বিনোদন জগতে সৌদি আরবের উত্থান এবং সংস্কৃতির নতুন দিগন্তের দিকে এটি আরেকটি বড় পদক্ষেপ।