সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৃহত্তম নোয়াখালী ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জাতীয়তাবাদী শক্তিকে ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য ঐক্যের আহ্বান জানান।

তিনি বলেন, “বিএনপি সরকার গঠনের পথে শতকরা ৮৫% সমর্থন নিশ্চিত হওয়া মাত্রই শুরু হয়েছে গভীর ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র থেকে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করতে হবে।”

জয়নুল আবদিন ফারুক প্রবাসী বাঙালিদের প্রতি বিশেষ আহ্বান জানান। বলেন, “আপনারা যেভাবে রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছেন, সেই শক্তি দিয়ে আবারও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। অর্থ নয়, মন ও শক্তি দিয়ে সফলতা আনবেন।”

তিনি সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। “অল্প সময় বাকি। যদি ড. ইউনূস সুষ্ঠু নির্বাচন দিতে পারেন, আমি নিশ্চিত বিএনপি, জাতীয়তাবাদী দল ও অন্যান্য দলের একতা থেকে সরকার গঠন হবে।”

এছাড়া, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “রেমিট্যান্স যোদ্ধারা দেশের নাগরিক, তাদের নিয়ে অবমাননাকর বক্তব্য ঠিক নয়। আমাদের দল তাদের প্রতি পূর্ণ সম্মান জানায়।”

সংবর্ধনা অনুষ্ঠানে আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু রাসেল, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version