এক বরযাত্রী দল ভুল করে ঢুকে পড়লো অন্য বিয়েতে—আর খেয়েও নিলো সেই অনুষ্ঠানের ভোজন!
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ জুলাই) জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ৫০০ মিটার দূরত্বে ছিল দুটি বিয়ের ভেন্যু—ফাইভ স্টার এবং সোনালী কমিউনিটি সেন্টার।

একই সময়ে চলছিল দুইটি বিয়ের আয়োজন। এমন অবস্থায় সোনালী কমিউনিটি সেন্টারের বরযাত্রী দলের অন্তত ৭০ জন ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। তারা বুঝতেই পারেননি যে, এটা অন্য কারো বিয়ের ভোজ!

এই বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারের আয়োজক সদস্য তাসিব তানজিল বলেন, “তারা প্রায় ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। আলহামদুলিল্লাহ!”

এদিকে, স্থানীয় বাসিন্দা রবিউল সুমন জানিয়েছেন, “সোনালী কমিউনিটি সেন্টারে বিএনপির এক নেতার মেয়ের বিয়ে ছিল। কিন্তু বরযাত্রীরা ভুল করে পাশের ক্লাবে ঢুকে পড়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছে।”

ঘটনাটি ইতোমধ্যে এলাকায় হাস্যরসের জন্ম দিয়েছে। অনেকে বলছেন—“খাবারের ভাগ্যে যা আছে, তা আর কেউ কেড়ে নিতে পারে না!”

Share.
Leave A Reply

Exit mobile version