উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরে এক ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে একটি ছোট আকারের ব্যক্তিগত বিমান। ব্যস্ত হাইওয়েতে চলছিল গাড়ির ট্রাফিক—ঠিক সেই সময়ই আকাশ থেকে মুখ থুবড়ে পড়ে বিমানটি, মুহূর্তেই আগুন ধরে যায়।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫) এবং তার সঙ্গী অ্যান মারি ডি স্টেফানো (৬০)। নিহত দুইজনই মিলান শহরের বাসিন্দা ছিলেন। জানা গেছে, সার্জিও ছিলেন একজন পেশাদার আইনজীবী এবং শৌখিন পাইলট।

ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বিমানটি বিধ্বস্ত হতেই দ্রুত আগুন ধরে যায়, তার পাশ দিয়ে ছুটে যাচ্ছিল বেশ কিছু যানবাহন। সেই সময় দুটি গাড়ির চালক আহত হন, তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইলট হয়তো বিমানটি হাইওয়েতে জরুরি অবতরণ করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সরাসরি ভেঙে পড়ে রাস্তায় এবং তৎক্ষণাৎ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিমানটি পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটর দপ্তর ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। বিমানটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি পর্যালোচনা করা হচ্ছে।

এ দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

প্রসঙ্গত, গত মাসেই ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান অহমদাবাদের লোকালয়ে বিধ্বস্ত হয়, যাতে ২৬০ জন প্রাণ হারিয়েছিলেন। এর মধ্যে ২৪১ জনই ছিলেন যাত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version