যুক্তরাজ্যের পার্লামেন্টের ২২১ জন এমপি প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে চিঠি দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চিঠি হস্তান্তর করা হয়েছে, জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টিসহ নয়টি রাজনৈতিক দলের এমপি রয়েছেন। বিরোধী দল কনজারভেটিভ পার্টিরও বেশ কয়েকজন এমপি এতে স্বাক্ষর করেছেন। হাউস অব কমন্সে মোট আসন ৬৫০, অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ এমপি এই দাবি জানালেন।

চিঠিতে বলা হয়েছে, “আমাদের স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার ক্ষমতা নেই, তবে ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

এর আগে, ফ্রান্স ঘোষণা দিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে। এর দুই দিন পর ব্রিটিশ এমপিরা স্টারমারকে চিঠি দেন।

প্রধানমন্ত্রী স্টারমার জবাবে বলেন, “এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময় হয়নি। আমাদের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি। গাজায় যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তির পরই এই পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, যুক্তরাজ্য গাজায় যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তির জন্য আন্তর্জাতিক সহযোগিতায় কাজ করছে।

Share.
Leave A Reply

Exit mobile version