রাজধানীর মোহাম্মদপুর থানার কাছে সাংবাদিক আহমাদ ওয়াদুদকে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ছিনতাইয়ের পর ভুক্তভোগী সাংবাদিক তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে জানান। অভিযোগ শোনার পর ওসি নিজের মোবাইল ফোন দেখিয়ে বলেন, “আমি ওসি হয়েও সস্তা ফোন ব্যবহার করি। আপনি যদি এত দামি ফোন নিয়ে রাস্তায় চলাফেরা করেন, তাহলে ছিনতাইয়ের ঝুঁকি থাকবেই।”
শুধু তাই নয়, ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারিদের দেখিয়ে দিলেও ধরেনি পুলিশ।
ওয়াদুদ এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্তারিত বিবরণ দেন। তার সেই পোস্টের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই সক্রিয় হয় মোহাম্মদপুর থানা পুলিশ এবং পরে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, সন্দেহজনকভাবে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।