দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত বাংলাদেশের, শেষ ম্যাচে জিতলেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা
কদিন আগেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে একপ্রকার পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরতেই বদলে গেছে দৃশ্যপট। একেবারে বদলে যাওয়া রূপে দারুণ প্রতিশোধ নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।
টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা শেষ ম্যাচের—যদি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা যায়, তবে টাইগারদের জন্য অপেক্ষা করছে র্যাঙ্কিংয়ে বড় সুখবর!
বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৮ নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট এখন ২২০। সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে সেই পয়েন্ট বেড়ে হবে ২২৩।
এই ২২৩ পয়েন্টেই অবস্থান করছে আফগানিস্তান, ফলে খুব সামান্য ভিন্নতায় বাংলাদেশ চলে আসতে পারে ৯ নম্বরে। অপরদিকে, পাকিস্তান হোয়াইটওয়াশ হলে হারাবে ৪ রেটিং পয়েন্ট, তবুও তাদের অবস্থান থাকবে সেরা আটের মধ্যেই।
তবে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে রেটিং পয়েন্ট বাড়বে মাত্র ১, আর পাকিস্তান হারাবে ২ পয়েন্ট—দুই দলের অবস্থানে কোনো পরিবর্তন হবে না।
আর যদি শেষ ম্যাচে পাকিস্তান জয় পায়, তবে উভয় দলের পয়েন্ট ও র্যাঙ্কিং একই থাকবে। সেক্ষেত্রে টিম টাইগারসের উন্নতির স্বপ্ন অধরাই থেকে যাবে।
এখন দেখার বিষয়, শেষ ম্যাচ শেষে হাসবে কে? বাংলাদেশ নাকি পাকিস্তান?