উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ২৭ জন, যাদের অধিকাংশই শিশু। গোটা বাংলাদেশ আজ শোকে স্তব্ধ।
এই হৃদয়বিদারক ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বহু মানুষ। কেউ কেউ ট্রমায় আক্রান্ত হচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাদেরই একজন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
জানা গেছে, সোমবার দুপুরের সেই মর্মান্তিক দুর্ঘটনার পর প্যানিক অ্যাটাক শুরু হয় পরীমণির। রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে একটি ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানান তিনি।

স্ট্যাটাসে পরীমণি লেখেন— “আমার ছোটবেলা থেকে আগুনের ভয় ছিল। কিন্তু গতকালের এই ঘটনায় পোড়া শরীরের ছবি আর ভিডিও দেখে আমি ভীষণভাবে প্যানিক অ্যাটাকড হই। বুক ধরফর করে শুধু! মনে হয়, সেই মায়েরা এই শোক কিভাবে সহ্য করবে আল্লাহ!”
উল্লেখ্য, পরীমণি বর্তমানে দুই সন্তানের মা। ফলে শিশুদের এমন ভয়াবহ পরিণতি তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।
এই ঘটনায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বলেছেন—
“ঢাকায় সন্তান জন্ম দেওয়া যেন আজ সবচেয়ে বড় অসহায়ত্ব। সন্তান বাড়ি না ফেরা পর্যন্ত এক মায়ের মন কি অবস্থা হয়, কেবল মায়েরাই জানেন।”
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও জানিয়েছেন, তিনি তার মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাতে চেয়েছিলেন। দুর্ঘটনার খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তিনিও।
এই ভয়াবহ দুর্ঘটনার প্রভাব দেশের মানুষের হৃদয়ে যে কতটা গভীর, তা স্পষ্ট হয়ে উঠেছে এমন অসুস্থতার খবরে।