আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা করছে সরকার, এমনটাই জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সকালে তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে যান এবং সাংবাদিকদের জানান, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যতজন শিশুর প্রয়োজন হবে, তাদের সিঙ্গাপুরে পাঠানো হবে। বাকিদের দেশের মধ্যেই চিকিৎসা দেয়া হবে।”

তিনি আরও বলেন, “সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আগামীকালই সিঙ্গাপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম বাংলাদেশে আসবে।”

এই ঘটনায় যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য জনবহুল এলাকা কেন বেছে নেয়া হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রম উপদেষ্টা।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের উপর ভেঙে পড়া যুদ্ধবিমানে এবং ভবনে তাৎক্ষণিক আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের অনেকেই মর্মান্তিকভাবে হতাহত হয়েছেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণ পর বিজিবি ও সেনাবাহিনীও অভিযানে যোগ দেয়। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শতাধিক শিক্ষার্থী।

Share.
Leave A Reply

Exit mobile version