মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। তাদের সাথে রয়েছেন প্রেস সচিব শফিকুল আলমও।
ঘটনাস্থল থেকে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার কিছু পরে দুই উপদেষ্টা মাইলস্টোন কলেজে যান দুর্ঘটনাস্থল পরিদর্শনে। তখনই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে।
এমন উত্তেজনাকর পরিস্থিতিতে উপদেষ্টারা নিরাপত্তার স্বার্থে দ্রুত কলেজ ভবনের একাংশে আশ্রয় নেন।
শিক্ষার্থীদের ক্ষোভের মূল কারণ—এইচএসসি পরীক্ষার সময় পেছানোর ঘোষণায় সরকারের বিলম্ব এবং বিমান দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের সঠিক তথ্য গোপন করা হচ্ছে বলে তাদের বিশ্বাস।
উল্লেখযোগ্য বিষয়, উপদেষ্টাদের পর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ঘটনাস্থলে পৌঁছান প্রেস সচিব শফিকুল আলম।
জানা গেছে, বর্তমানে তারা ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছেন এবং পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে মাইক সেটআপও সম্পন্ন হয়েছে।