“শুধু নির্বাচন বা ক্ষমতার চেহারা বদলানোর জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ চায় দেশের পুরোনো ভাঙাচোরা ব্যবস্থার সংস্কার। চায় অধিকার সংরক্ষণের নিশ্চয়তা।” — এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
শনিবার (১৯ জুলাই) কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির এক পথসভায় তিনি এ কথা বলেন।
তাসনিম জারা বলেন, “মানুষ রাস্তায় নামছে দেশের জন্য, ভবিষ্যতের জন্য। আমাদের সন্তানেরা আজ বুলেট ও গুলির ভয় না করেই আন্দোলনে অংশ নিচ্ছে। যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না।”
তিনি আরও বলেন, “বাংলার মাটিতে যারা আমাদের গুলি করেছে, গুম করেছে—সে বাহিনীর সংস্কার জরুরি। যারা এই অপরাধ করেছে, তাদের বিচার হতেই হবে।”