‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিমুল-লামিমা জুটির পর্দার রসায়ন নিয়ে এবার উঠেছে বাস্তব প্রেম ও বিয়ের গুঞ্জন। তবে এবার মুখ খুলে সত্যতা জানালেন শিমুল নিজেই।

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দর্শকপ্রিয় দুই চরিত্র শিমুল ও লামিমা। পর্দায় তাদের রোমান্টিক রসায়ন এতটাই বাস্তবসম্মত যে, অনেকে ভাবতে শুরু করেছেন— তারা বাস্তবেও প্রেম করছেন! এমনকি গুজব রটে, শিমুলের বিয়েও নাকি আটকে আছে লামিমার কারণে!

তবে এসব গুঞ্জনে এবার এক সাক্ষাৎকারে পরিষ্কার বক্তব্য দিয়েছেন শিমুল। তিনি বলেন— “মানুষ ভাবে আমাদের প্রেম চলছে। কিন্তু তেমন কিছুই না। লামিমা শুধুই সহশিল্পী, আমাদের মধ্যে কোনো খারাপ কিছু নেই।”

শুধু তাই নয়, মজার ছলেই শিমুল আরও বলেন— “সবাই ভাবে লামিমা আমার গার্লফ্রেন্ড, তার জন্যই নাকি বিয়ে হচ্ছে না! অথচ শুটিংয়ের বাইরে আমি উনাকে ‘আপু’ ডাকি, উনিও আমাকে ‘ভাইয়া’ বলেন।”

শিমুল জানান, তারা পর্দায় যেভাবে অভিনয় করেন, তার একমাত্র কারণ দর্শকের ভালোবাসা ও স্ক্রিন কেমিস্ট্রি।

“দর্শক আমাদের জুটিকে ভালোবাসেন, এটা আমাদের জন্য দায়িত্ব। তাই আরও ভালো কাজ করতে চাই,”— বলেন তিনি।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন বর্তমানে প্রচার হচ্ছে ইউটিউব ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। প্রথম সিজন থেকেই এতে যুক্ত আছেন শিমুল। তার সঙ্গে রয়েছেন পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, পাভেল, ইশতিয়াক রুমেল, মনিরা মিঠু ও লামিমা প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version