চরম রাজনৈতিক বৈরিতার মধ্যেই আবারও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আসন্ন সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলবে এই দুই দল।
শ্রীলঙ্কায় আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। অংশ নিচ্ছে সাফের সাতটি দেশই। রবিবার (২০ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ড্র।
ড্র অনুযায়ী স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি দেশ।
২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফলাফলের ভিত্তিতে এই ড্রয়ের পট তৈরি করা হয়। স্বাগতিক হিসেবে শ্রীলঙ্কা ছিল প্রথম পটে ভারতের সঙ্গে। ড্রতে শ্রীলঙ্কা পড়ে ‘এ’ গ্রুপে, আর ভারত ‘বি’ গ্রুপে।
দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। কোচ পিটার বাটলার প্রথমে বাংলাদেশের নাম তোলেন। এরপর নেপালের কোচ গ্রুপ ‘এ’ তুললে বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়ে। স্বাভাবিকভাবেই পাকিস্তান চলে যায় ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে।
তৃতীয় পটে থাকা নেপাল ও ভুটান যথাক্রমে পড়ে ‘এ’ ও ‘বি’ গ্রুপে। শেষ পটের একমাত্র দল মালদ্বীপ পড়ে ‘বি’ গ্রুপে। ফলে ‘বি’ গ্রুপে দল হয় চারটি, আর ‘এ’ গ্রুপে তিনটি।
এই ড্র অনুযায়ী ‘এ’ গ্রুপে হবে তিনটি ম্যাচ, আর ‘বি’ গ্রুপে ছয়টি ম্যাচ। সেমিফাইনালে উঠবে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল।
বাংলাদেশ দল ইতোমধ্যে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির প্রস্তুতি নিচ্ছে। খুব শিগগিরই শুরু হবে অনুশীলন ক্যাম্প।