ইরানের দক্ষিণাঞ্চলে একটি বাস উল্টে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন, খবর দিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্র ধরে আলজাজিরা।
ফার্স প্রদেশের জরুরি সংস্থার প্রধান মাসুদ আবেদ বলেছেন, শনিবার প্রদেশের রাজধানী শিরাজের দক্ষিণে দুর্ঘটনায় তারা নিহত হন। এ ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাস্থল ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরে। পাহাড়ি অঞ্চলটির সড়ক বাস চালানোর জন্য বিপজ্জনক বিবেচিত হয়ে আসছে।
আবেদ বলেছেন, উদ্ধার অভিযান এখনও চলছে এবং তা শেষ হলে এ বিষয়ে বিস্তারিত কথা বলা হবে। এছাড়া, দুর্ঘটনার কারণ নিরূপণের জন্য কর্তৃপক্ষ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে অতিরিক্ত তথ্য ও চূড়ান্ত হতাহতের সংখ্যা জনগণের সামনে তুলে ধরা হবে।
ইরানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১৭,০০০ জন প্রাণ হারান। নিরাপত্তা ব্যবস্থার দুর্বল কার্যকারিতা, পুরনো যানবাহনের ব্যাপক ব্যবহার এবং জরুরি সেবার দুর্বলতার কারণে ইরান সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম।