বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ এরই মধ্যে এক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে ‘পিআর পিআর’ করছে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে ‘জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি’ বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তুলে বলেন, যেখানে সাধারণ মানুষ এখনো ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নয়, সেখানে পিআর পদ্ধতিতে আদৌ কি স্থায়ীভাবে সরকার গঠন করা সম্ভব?

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে, তারাই পিআর পিআর করে চিল্লাছেন।

এসময় গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গত ৫ আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম। জামায়াত-বিএনপি-এনসিপি বিভক্ত হয়ে গেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে, দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সকল রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে।
 

Share.
Leave A Reply

Exit mobile version