জাতীয় ঐক্যের নামে অহংকার, তুচ্ছতাচ্ছিল্য ও অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্যে তিনি বলেন, “আবু সাঈদরা যদি বুক পেতে না দিত, হয়তো আজকের বাংলাদেশ আমরা পেতাম না। তখন অনেকের জীবনই চলে যেত ফ্যাসিবাদীদের হাতে। যারা আজ বড় বড় কথা বলছেন, তখন তারা কোথায় ছিলেন? অহংকার করে কাউকে ছোট করবেন না। না হলে ধরে নেব, স্বৈরাচারী মনোভাবই আপনাদের মধ্যে লুকিয়ে আছে।”
তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় ঐক্য চাইলে অহংকার বাদ দিয়ে সংযম দেখাতে হবে। অতীতে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি এবং জয় পেয়েছি। সামনে দুর্নীতির বিরুদ্ধে আরেকটি সংগ্রাম আসছে। জামায়াতে ইসলামী সেই লড়াইয়েও অংশ নেবে, ইনশাআল্লাহ জয়ী হবে।”
বক্তব্যের শুরুতেই তিন নেতাকর্মীর মৃত্যুর কথা উল্লেখ করে ডা. শফিক বলেন, “সমাবেশে অংশ নিতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং তাদের পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।”
তিনি বলেন, “জাতির সামনে আমাদের অনেক দায়িত্ব। অতীতে বুক পেতে দিয়ে জামায়াত শহীদ দিয়েছে। কিন্তু যারা এখন নতুন নতুন কথা বলছেন, তাদের ইতিহাসে কোনো ভূমিকাই নেই। তাই জাতীয় ঐক্য চাই, তবে কাউকে হেয় করার অধিকার কারো নেই।”
পলিটিক্স/মি