বলিউড অভিনেত্রী কারিনা কাপুর যে একজন স্টাইল আইকন, তার প্রমাণ আবারও দিলেন তিনি। এবারের ছুটিতে যেন রীতিমতো ফ্যাশনের সংজ্ঞাই পাল্টে দিলেন ‘বেবো’। নিজের স্টাইল দিয়ে ছাপিয়ে গেলেন নিজেকেই।
পোশাকের দুনিয়ায় যা পরেন কারিনা, সেটাই হয়ে ওঠে ট্রেন্ড। এবার সুদূর গ্রিসের সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়ে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন তিনি, যা দেখে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন কারিনা। সেখানে দেখা যায়, হলুদ বিকিনির সঙ্গে পরেছেন চেক প্রিন্টের একটি লুঙ্গির মতো স্কার্ট। সঙ্গে মাথায় স্ট্র হ্যাট, চোখে সানগ্লাস, আর খোলা চুল—সব মিলিয়ে যেন ছুটি নয়, বরং ফ্যাশনের নতুন সংজ্ঞা দিতে গ্রিস গিয়েছিলেন এই বলিউড ডিভা।
ছবির ক্যাপশনে কারিনা মজা করে লেখেন, “গ্রিসের সমুদ্র সৈকতে লুঙ্গি ডান্স করলাম। দারুণ মজা হল। সবাইকে একবার ট্রাই করে দেখার পরামর্শ দিচ্ছি!”
উল্লেখ্য, ‘লুঙ্গি ডান্স’ একসময়ের ভাইরাল গান, যার সঙ্গে জড়িয়ে আছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নাম। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সেই বিখ্যাত গান আজও সবার প্রিয়। এবার সেই জনপ্রিয়তাকে বাস্তবে তুলে আনলেন কারিনা, তবে একদম নিজের স্টাইলে।
কারিনার এই লুঙ্গি ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। কেউ প্রশংসা করে বলছেন, “কারিনা ইজ দ্য নিউ দেশি গার্ল!” আবার কেউ মজার ছলে প্রশ্ন ছুঁড়েছেন, “শুধু লুঙ্গি পরলেই কি দেশি গার্ল হওয়া যায়?”
তবে বিতর্ক যাই হোক, কারিনার সাহসী, ব্যতিক্রমী ও স্টাইলিশ এই রূপ যে নজর কেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।