অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনায় না গিয়ে দ্রুত নির্বাচনের আয়োজন করুন। আমরা সহযোগিতা করছি—নির্বাচন দিন, দেশে শান্তি ফিরে আসবে।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মৌন মিছিলে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। সরকার এক দলকে কোলে, আরেক দলকে কাঁধে রেখেছেন।

তিনি বলেন, শহীদদের জন্য মাঝে মাঝে খুব আফসোস হয়, কষ্ট হয়। আমার মনে হয়, শহীদদের কেউ যদি বেঁচে থাকতেন বা তারা যদি বুঝতে পারতেন তাদের লাশ নিয়ে, তাদের আত্মীয়-স্বজনকে নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে, তারা লজ্জা পেতেন। 

বিএনপির এই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকটি দল শহীদদের নিয়ে রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। শহীদরা কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই। তারা দেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version