ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে ঘিরে সরব হয়ে উঠেছে জেলা ছাত্রদল। সহিংসতা কিংবা বিশৃঙ্খলা যেন না ঘটে—সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার কথা জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি, এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।
জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু বলেন, গোপালগঞ্জের মতো ঘটনা ফরিদপুরে ঘটবে না বলে আশাবাদী। তাঁর ভাষায়, “স্বৈরাচার পতিত খুনি হাসিনার দলের কোনো কর্মসূচি ফরিদপুরে হতে দেওয়া হবে না। তবে অন্যান্য দল তাদের কর্মসূচি স্বাধীনভাবে করবে। এনসিপির পথসভায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে ছাত্রদল সতর্ক রয়েছে।”
ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী ও বিএনপিপন্থী আইনজীবী ফোরামের মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট সেলিমুজ্জামান রুকু বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি বিএনপি বিশ্বাসী। এনসিপিও যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে, তবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ইতিবাচক হতে পারে।”
জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, “গোপালগঞ্জে যা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ফরিদপুরে এনসিপি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পথসভা করছে। আমরা চাই তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল হোক। তাদের প্রতি শুভ কামনা।”
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, “গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের কর্মসূচি পালন করা স্বাভাবিক বিষয়। এনসিপিরও সে অধিকার আছে।”