গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সমাবেশ ঘিরে সহিংসতা ও হামলার প্রেক্ষাপটে চলমান কারফিউয়ের মধ্যেই যৌথবাহিনী চালিয়েছে বিশেষ অভিযান। এতে ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. সাজেদুর রহমান জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে, বুধবার সকাল থেকে দিনভর সহিংসতার পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এ কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।
তবে কারফিউ চলাকালেও শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে
কিছু দোকানপাট খুলেছে, তবে সাধারণ দিনের তুলনায় মানুষের চলাচল ছিল অনেক কম। পুরো শহরজুড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।