একদিকে শ্রীলঙ্কায় বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ম্যাচ, অন্যদিকে গ্লোবাল সুপার লিগে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের মাঠে নামা। প্রতিপক্ষ—সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। অর্থাৎ প্রায় একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে উত্তেজনায় ক্রিকেটভক্তরা।
আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অন্যদিকে রাত ৮টায় গায়ানায় গ্লোবাল সুপার লিগে মুখোমুখি হবে রংপুর ও দুবাই।
চলতি টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এখন পর্যন্ত অপরাজিত। দুটি ম্যাচেই জয় পাওয়া দলটি এখন ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে।
আর একটি ম্যাচ জিতলেই সরাসরি ফাইনাল নিশ্চিত করবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।
বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, যারা তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস টিকে আছে শুধুমাত্র নামমাত্র সুযোগ নিয়ে। প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে জয় এনে দেন সাকিব, তবে পরের দুই ম্যাচে তিনিও এবং তার দল দুজনেই ব্যর্থ।
সেন্ট্রাল ডিসট্রিক্টস ও হোবার্ট হারিকেন্সের বিপক্ষে পরাজয়ের ফলে দুবাই এখন প্রায় ছিটকে পড়ার পথে।
তবে আজকের ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে বাংলাদেশের ক্রিকেটভক্তদের মাঝে। কারণ, সাকিবের প্রতিপক্ষ আজ তারই সাবেক দল রংপুর রাইডার্স।
উল্লেখ্য, গ্লোবাল সুপার লিগের এবারের আসরে সাকিবের শুরুতে রংপুরের হয়ে খেলার কথা ছিল। শেষবার ২০২৪ বিপিএলেও তিনি খেলেছিলেন রংপুরের হয়েই।
কিন্তু ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের জেরে, শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটি সাকিবকে স্কোয়াডে রাখেনি। বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় তাকে বাদ দেওয়া হয়।
ফলে আজকের ম্যাচটি শুধু পয়েন্ট টেবিলের লড়াই নয়, বরং সাবেক শিবির বনাম বর্তমান নেতৃত্বের এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বও বটে।