ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ এক নারীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভয়াবহ এই ঘটনায় স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—ময়না আক্তার (২৫) ও তাঁর দুই শিশু সন্তান রাইসা (৭) ও নিরব (২)।
তারা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। পরিবারটি দীর্ঘদিন ধরে ভালুকার ওই বাসায় বসবাস করছিল।
পুলিশের ধারণা, রবিবার গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আকতার উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না বলে জানানো হয়েছে। এদিকে নিহতের দেবর ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।