বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রবীনা টন্ডন, যিনি ‘টিপ টিপ বরসা পানি’ গানে হলুদ শাড়িতে নেচে দর্শকের হৃদয় কেঁপে দিয়েছিলেন, সম্প্রতি এক পুরোনো ঘটনা শেয়ার করে আলোচনায় এসেছেন।এক সাক্ষাৎকারে তিনি জানান, এক সহ-অভিনেতার ঠোঁট অনিচ্ছাকৃতভাবে তাঁর ঠোঁটে লেগে যাওয়ায় তিনি ভীষণ অস্বস্তিতে পড়েছিলেন। এমনকি ১০০ বার মুখ ধুয়েছিলেন এবং বমিও করেছিলেন।
রবীনা বলেন— “একটু ধাক্কাধাক্কির দৃশ্য ছিল। বিশৃঙ্খলার মধ্যে হঠাৎ সহ-অভিনেতার ঠোঁট আমার ঠোঁটে লেগে যায়। এটা স্ক্রিপ্টের অংশ ছিল না। আমি অসুস্থ বোধ করছিলাম। ঘরে ফিরে বমি করেছিলাম।”
তিনি আরও বলেন— “ওই দিন অন্তত ১০০ বার মুখ ধুয়েছিলাম, দাঁত ব্রাশ করেছিলাম। বিষয়টি এমনভাবে মাথায় ঢুকে গিয়েছিল যে সহ্য করা যাচ্ছিল না।”
ঘটনার পর ওই অভিনেতা দুঃখ প্রকাশ করেছিলেন, তবে তাঁর নাম প্রকাশ করেননি রবীনা। এটি প্রমাণ করে, অনিচ্ছাকৃত হলেও ব্যক্তিগত পরিসরে প্রবেশ অনেক সময় গভীর আঘাতের কারণ হতে পারে।
রবীনার শর্ত ছিল—তিনি কোনোদিন পর্দায় চুম্বনদৃশ্যে অভিনয় করবেন না। সেই সময় সিনেমার চুক্তি তেমন কঠোর না হলেও বলিপাড়ায় এই বিষয়টি সকলের জানা ছিল।
রবীনা-অক্ষয় সম্পর্কের গল্প:
‘মোহরা’ ছবির মাধ্যমে বড় পর্দায় ঝড় তুলেছিলেন রবীনা-অক্ষয় জুটি। বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, তাঁদের মধ্যে প্রেম গড়ে উঠেছিল এবং বাগদানও হয়েছিল গোপনে। তবে পরবর্তীতে ভিন্ন মতের কারণে সম্পর্ক ভেঙে যায়।
কথিত আছে, অক্ষয় চেয়েছিলেন বিয়ের পর রবীনা যেন অভিনয় না করেন। কিন্তু ক্যারিয়ারকে প্রাধান্য দেওয়ায় রবীনা সে সিদ্ধান্তে রাজি হননি। তাঁদের বিচ্ছেদের পরেও ‘বারুদ’, ‘কীমত’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেন তারা।
পরবর্তীতে রবীনা বিয়ে করেন ব্যবসায়ী অনিল থাডানিকে, এবং আজও অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজেও যুক্ত আছেন।