সিলেটে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে এক হোটেল কর্মচারীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিহত কর্মচারীর নাম রুমন আহমদ (২২)।
রোববার (১৩ জুলাই) দুপুরে নগরীর কাজির বাজার এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।
স্থানীয় বাসিন্দারা জানান, রোবরার সকালে এক যুবক চা খেতে কাজির বাজারের পাশের একটি হোটেলে প্রবেশ করেন। এ সময় চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারী রুমনের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। পরে হোটেল মালিক ও স্থানীয় লোকজন তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খানিক পর চা খেতে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে সেই কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
হোটেলের অন্য কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, চা দিতে একটু দেরি হবে বলায় বাগবিতণ্ডার জেরে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
যারা রুমন আহমদকে হত্যা করেছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।