২০২৫ সাল শেষের পথে। নানা হিসাব-নিকাশের মধ্য দিয়ে বছরের ইতি টানছে। এ বছর বিশ্বজুড়ে শোবিজ অঙ্গনে দেখা গেছে অস্থিরতা—কাজের কমতি, সিনেমা হলে দর্শকের সংখ্যা কমে যাওয়া এবং সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের আসক্তি ইত্যাদি বিষয় আলোচনায় ছিল।
তবে এসবের বাইরেও ব্যক্তিগত জীবনই সামনে আসে। দেশের শোবিজ অঙ্গনে এ বছর বেশ কিছু বিয়ের খবর নানা মাধ্যমে আলোচিত হলেও ভাঙনের খবর তুলনামূলকভাবে কম প্রকাশ পেয়েছে। তবুও কয়েকটি ভাঙনের ঘটনা জনগণের নজর কেড়েছে।
এ বছর সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টেনেছেন।
ছয় বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন তিনি। তবে বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। তবে এ বছরই কনার ফের বিয়ের খবর আলোচনায় এসেছিল, শেষ পর্যন্ত সেটা গুঞ্জনে পরিণত হয়। সংগীতশিল্পী হৃদয় খান তার তৃতীয় বিয়ের বিচ্ছেদের খবরটি জানান গত ১৯ ফেব্রুয়ারি।
২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই শিল্পী।
অভিনেতা রাশেদ মামুন অপুর ঘর ভেঙেছে আসলে ছয় বছর আগেই, তবে বিষয়টি এতকাল অগোচরে ছিল। গত ১৪ ডিসেম্বর তার স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমো বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনেন। এর মাধ্যমে দীর্ঘদিনের আড়ালে থাকা সত্যিটি সামনে আসে।
