সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। একই সঙ্গে তিনি দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি।

আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।’

আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান নাহিদ ইসলাম।

তবে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ।

তিনি এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।
এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version