যুক্তরাষ্ট্র নয়, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার ভারতের উচ্চকক্ষের রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত সরকারি তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসী তাড়ানোর নিরিখে গোটা বিশ্বে প্রচারের শিরোনামে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। যদিও বাস্তব রিপোর্ট বলছে ভিন্ন কথা। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১-২০২৫ সময়কালে বিশ্বে সর্বোচ্চ ভারতীয় ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে সৌদি আরবে।
রিয়াদে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৮৮৮৭ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। ২০২২ সালে ফেরত পাঠানো হয়েছে ১০,২৭৭ জনকে।
এছাড়া ২০২৩ সালে ১১,৪৮৬ জন, ২০২৪ সালে ৯,২০৬ জন এবং চলতি বছর এখন পর্যন্ত ৭০১৯ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে দেশটি। প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে অভিবাসন সংক্রান্ত আইনভঙ্গের ঘটনাই সবচেয়ে। বিশেষ করে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ও শ্রম আইন লঙ্ঘনের কারণে এসব ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে সৌদি আরবে, ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা, কাজের অনুমতি ছাড়া কাজ করা ও বসবাস আইন লঙ্ঘনের কারণে ব্যাপক মাত্রায় প্রত্যাবাসন কার্যক্রম চলছে।
এদিকে ওয়াশিংটনে অভিবাসনবিষয়ক বিতর্ক তীব্র হলেও যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার তুলনামূলকভাবে অনেক কম বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
