পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মন্তব্য করেছেন আল্লাহ পাকিস্তানকে মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) দ্য ডন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় উলেমা সম্মেলনে আসিম মুনির উল্লেখ করেন, পৃথিবীতে ৫৭টি ইসলামী দেশ রয়েছে, এবং তার মধ্যে আল্লাহ আমাদেরকে হারামাইন শরীফাইন (মক্কা ও মদিনা) রক্ষার সম্মান দিয়েছেন।
পাকিস্তান এবং ১৪০০ বছর আগে সৌদি আরবে প্রতিষ্ঠিত ‘ইসলামিক রাষ্ট্রের’ মধ্যে সাদৃশ্য তুলে ধরে তিনি বলেন, উভয় রাষ্ট্রই একই কারণে রমজান মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উভয়ের প্রতিষ্ঠায় হিজরতের বিষয়াদি জড়িত ছিল।
ইসলামী রাষ্ট্রে কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ জিহাদের নির্দেশ দিতে পারে না বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। আসিম মুনির বলেন, কর্তৃপক্ষের আদেশ, অনুমতি কিংবা ইচ্ছা ছাড়া কেউ জিহাদের জন্য ফতোয়া জারি করতে পারে না।
ডনের প্রতিবেদন বলছে, জাতীয় উলেমা সম্মেলনে সম্মেলনে ফিল্ড মার্শালের ভাষণের বিস্তারিত তথ্য এখন পর্যন্ত খুব কমই পাওয়া গেছে। ভাষণে তিনি কুরআনের একাধিক আয়াতও উদ্ধৃত করেন।
ভারতের সঙ্গে গত মে মাসে চারদিনের সংঘর্ষের কথা তুলে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, পাকিস্তানের প্রতিশোধমূলক অভিযান ‘বুনিয়ানুম মারসুস’-এ সশস্ত্র বাহিনী ‘ঐশ্বরিক সাহায্য’ পেয়েছিল। আমরা এটা অনুভব করেছি।’
ভাষণের সময় আসিম মুনির আফগানিস্তান এবং পাকিস্তানে সীমান্ত সন্ত্রাসবাদ সম্পর্কেও কথা বলেন।
ইসলামাবাদ বারবার কাবুলকে পাকিস্তানে হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের আফগান মাটি ব্যবহার বন্ধের করার আহ্বান জানিয়েছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে। সম্মেলনে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রশ্ন করেন, আফগানিস্তান কি আমাদের পাকিস্তানি শিশুদের রক্তঝরাচ্ছে না? আফগানিস্তানের তালেবানদেরকে পাকিস্তান এবং টিটিপি’র মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছিল।
