প্রবাসী পেশাজীবীদের জন্য দারুণ সুখবর দিয়েছে দুবাই। স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, অবকাঠামো ও শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বিপুলসংখ্যক নতুন পদ সৃষ্টি হয়েছে। এসব শূন্যপদে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে দুবাই কর্তৃপক্ষ।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাতটি নতুন সংস্থা গঠনের ফলে আগামী বছর সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারের শূন্যপদের সংখ্যা বেড়ে ৭,৮৪২-এ পৌঁছাতে পারে। এ পরিস্থিতিতে দক্ষ জনশক্তি আকর্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন দেশটির আইনপ্রণেতারা।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমিরাতের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
দুবাইয়ের সরকারি চাকরির অফিসিয়াল পোর্টাল dubaicareers.ae-তে বিভিন্ন সরকারি বিভাগের শূন্যপদ তালিকাভুক্ত রয়েছে, যা সব দেশের প্রার্থীদের জন্য উন্মুক্ত। পদগুলো হচ্ছে–দুবাই ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের অধীনে হাউজিং সুপারভাইজার, রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির অধীনে স্পেশালিস্ট (ডিজিটাল সার্ভিসেস ডেভেলপমেন্ট), ইঞ্জিনিয়ার (বাস ডিপো), সিনিয়র ইঞ্জিনিয়ার (বাস ডিপো), চিফ স্পেশালিস্ট (এইচআর বিজনেস অ্যাফেয়ার্স), এক্সপার্ট (ইনোভেশন ও পাইওনিয়ারিং)।
এ ছাড়াও দুবাই সরকারের মিডিয়া অফিসের এভি এডিটর, মাদা মিডিয়ার সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার, ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান, সিস্টেমস ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্পেশালিস্ট পদগুলোতেও দক্ষ কর্মীদের জন্য আবেদনের সুযোগ রয়েছে।
এসব পদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার আমিরাতি দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকারও বেশি হতে পারে।
