জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা জানিয়েছে। দলটি সব স্তরের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দিয়েছে।

শুক্রবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এই নির্দেশনা তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন।

ওই পোস্টে তৃণমূল নেতাকর্মীদের জন্য বার্তা দিয়ে আখতার হোসেন বলেন, ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার ও বিচার, জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, সংবাদ মাধ্যমের ওপরে হামলার প্রতিবাদ, ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ।

তিনি বলেন, ‘বিক্ষোভ চলবে কিন্তু কোনোভাবে কোনো বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আন্দোলনে বিভিন্ন গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।’

আখতার হোসেন বলেন, ‘প্রতিবাদী বক্তব্য হবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়ে এমন কোনো বিষয়ে এনগেজড হওয়া যাবে না।জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্বও আমাদের।’

Share.
Leave A Reply

Exit mobile version